Wednesday, August 19, 2009

How to create Multiboot CD/DVD part 2

আগের পর্বে আমরা ফাইল গুলো সংগ্রহ করেছি, এবারে সেগুলো কে কাজে লাগিয়ে এরো স্টুডিও দিয়ে সিংগেল সিডি বা ডিভিডি তৈরীর পালা
সব কিছু ঠিক থাকলে, নীচের ছবির মত হবে আপনার বুটেবল ইমেজ ফোল্ডারের কন্টেন্টঃ

এবারে আমরা এরো স্টুডিও ওপেন্‌ করি। এবার ছবির মতন করে ফরম্যাট মেনু হতে সেটিংস এ ক্লিক করে আমাদের বুট পেজ এর ব্যাক গ্রাউন্ড সিলেক্ট করি।
ছবিটি আমি আগে হতেই এডিট করে রেখেছিলাম ।

এবারে কন্ট্রোল মেনু হতে বাটন এ ক্লিক করে বাটন বসাই।



এক্ষেত্রে আমরা তিনটি বাটন ব্যবহার করেছি একটি ম্যাক্রিয়াম রেস্কিউ সিডি, একটি এক্সপি থ্রি চালানোর জন্য, এবং অন্যটি হার্ড ডিস্ক হতে বুট আপ করার জন্য।
বাটন গুলির কনফিগারেশন যথাক্রমে নীচের চিত্রের মত হবেঃ






এবার মেনু জেনারেট করার পালা, এটা করতে নীচের চিত্রের মত আইকনে ক্লিক করিঃ



এরপর এর উইন্ডো তে নীচের মত করে সব গুলো ঘর পুরন করিঃ

Go বাটনে ক্লিক করার সাথে সাথেই মেনু জেনারেট হয়ে যাবে, তারপর "Cancel" বাটনে ক্লিক করলে আমরা আগের উইন্ডো তে ফিরে যাবো।
এবারে মেনু ডেপ্লয় করার পালা তা করতে নীচের চিত্রে যেভাবে দেখানো আছে তা অনুসরন করিঃ

এবার যে উইন্ডো টি আসবে তা যথাক্রমে নীচের চিত্রের মত করে পুরন করিঃ


এবার সব শেষে আই এস ও ফাইল অথবা সিডি তে রেকর্ড করার পালা।


আমি অবশ্য সরাসরি সিডি তে রেকর্ড করে দেখিনি, প্রথমে আই এস ও ফাইল তৈরী করেছি এবং পরে তা নেরো এর মাধ্যমে একটি সিডি আর ডাব্লিউ অর্থাৎ রি রাইটেবল সিডি তে বার্ন করে পরীক্ষা মুলক ভাবে সিডি টি রম ড্রাইভে রেখে কম্পিউটার বুট করে দেখেছি তা ঠিক মত কাজ করে কিনা। এবং তা কাজ করেছে।আশা করি আপ্নারাও সফল হবেন। ডিভিডি তৈরীর প্রক্রিয়াটি অনেকটা একই রকম। আশা করি আপনাদের এই টিউটরিয়াল ফলো করতে সমস্যা হবেনা। সমস্যা যদি হয়েই যায়, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। চেষ্টা করব সমাধান দেবার জন্য। সবাইকে ধন্যবাদ।

1 comment:

  1. অবশেষে আপনার দেওয়া নির্দেশ অনুসরন করে, মাল্টিবুট সিডি তৈরী করতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ।

    ReplyDelete

RelatedPost

Blog Widget by LinkWithin